
গোপাল শীল,দক্ষিণ চব্বিশ পরগনা:শনিবার রাতে কালীমন্দিরে দুষ্কৃতীদের তান্ডব। মন্দিরের ভিতরে চলে বোমাবাজি বলে অভিযোগ । প্রতিবাদে রবিবার সকালে স্থানীয়দের রাস্তা অবরোধ। ব্যাপক চাঞ্চল্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুর এলাকায়। জানা গেছে শনিবার রাত্রি এগারোটার সময় একটি বাইকে করে কয়েকজন দুষ্কৃতি এসে রায়দিঘি থানার দিঘীরপাড় অঞ্চলের তাল বেতাল সংঘের কালীমন্দিরে পেট্রোল বোম মেরে পালিয়ে যায়। এর ফলে মন্দিরের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।খবর পেয়ে সকালে দলে দলে এলাকার মানুষ ভিড় করতে থাকেন।ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করে এলাকাবাসীরা।তড়িঘড়ি ঘটনা স্থলে পৌঁছায় রায়দিঘী থানার পুলিশ।ঘণ্টা দুয়েক পরে পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়। দুষ্কৃতীদের খোঁজে চলছে তল্লাশি।
এলাকার সিসিটিভি ফুটেজ সহ বাইক কারীদের চিহ্নিতকরণের চেষ্টা চালাচ্ছে পুলিশ।