
প্রতীতি ঘোষ, উত্তর ২৪ পরগনাঃ রবিবার মধ্যরাতে গুলি চালানোর ঘটনা ঘটলো বসিরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের টাকি রোডের পশ্চিম দণ্ডীর হাট এলাকায় । স্থানীয় সূত্রে জানা গেছে রবিবার গভীর রাত্রে এলাকায় তাস খেলা চলছিল। সেই সময় বছর ৪০-এর ব্যবসায়ী হাবিবুল্লাহ গাজীর পাওনা টাকা নিয়ে বাক-বিতণ্ডা শুরু হয় কয়েক জনের সঙ্গে । তারপর দুই পক্ষের মধ্যে শুরু হয় বোমাবাজি । ৩৫বছরের আলিম সর্দার ঘটনাস্থলে গেলে সে গুলিবিদ্ধ হয়। তাকে প্রথমে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর শারীরিক অবনতি হলে তাকে কলকাতা আরজিকরে স্থানান্তরিত করা হয়েছে। এলাকাবাসীদের দাবি দীর্ঘদিন ধরে এখানে জুয়ার থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত তাস খেলা চলে। সেখানেই ব্যবসায়ী হাবিবুল্লাহর পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এই গন্ডগোলের সূত্রপাত। প্রশ্ন উঠছে গভীর রাতে ওই ব্যবসায়ী কেন ওই তাস খেলায় থেকে গেল? তাহলে কি ব্যবসায়ীর সঙ্গে ওই দুষ্কৃতীদের সম্পর্ক আছে? দুপক্ষের টাকার বকরা এই গন্ডগোলের সূত্রপাত না এর পিছনে কোন ব্যবসায়ী সংক্রান্ত বিবাদ না পুরনো শত্রুতার জের? তাই নিয়ে একাধিক প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। জখম ব্যবসায়ী বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে ভর্তি।
এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছাড়িয়েছে ঘটনাস্থলে। বসিরহাট থানার পুলিশ গিয়ে বোমা গুলির খোল উদ্ধার করেছে। এই ঘটনায় পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে। এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকার বাসিন্দা।