
প্রদীপ কুমার মাইতি, পূর্ব মেদিনীপুর : কমন রুম নেই, বাথরুম অপরিষ্কার থাকে, পরিস্কার করা হয় না। স্কুলের বিদ্যুতের পাখা চলে না। পানীয় জলের সরবরাহ নেই। স্কুলের ল্যাব ব্যবহার করতে দেওয়া হয় না ছাত্রীদের। বলে অভিযোগ করেছে স্কুলেরই এক ছাত্রী।
নির্দিষ্ট সময়ে ক্লাস রুমে শিক্ষক পৌঁছায় না। এমনকি প্রধান শিক্ষক দেরিতে ক্লাসে পৌঁছায় বলে অভিযোগ। কখনো কখনো ক্লাস বন্ধ থাকে শিক্ষক শিক্ষিকার উপস্থিতির অভাবে।
তাছাড়াও এক ছাত্রীর অভিভাবকের অভিযোগ ছাত্রীদের শারীরিক বর্ণনা করে জনৈক স্যার বিপ্লব শাসমল। ছাত্রীদের সঙ্গে অশোভনীয় কথাবার্তা বলার অভিযোগ করেছে তিনি।
৩bt- অভিভাবক ০.১৪- ০.৫৭
বরাবর প্রধান শিক্ষককে অভিযোগ জানালেও কোন সুরাহা মেলেনি। বারবারই তাদের অভিযোগ মিটিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়।
তাই এবার স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন মেদিনীপুর জেলার বাসুদেবপুর মহারাজ নন্দকুমার উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা। বিভিন্ন অভিযোগ বারবার জানিয়েও কোন কাজ না হওয়ায়, এখন সবশেষে ছাত্র-ছাত্রীদের দাবি প্রধান শিক্ষক যেন এই স্কুল ছেড়ে চলে যান।