
সুকান্ত চট্টোপাধ্যায়, বেলঘড়িয়া: দিন দুপুরে বেপরোয়া গুলি চললো বেলঘড়িয়া রথতলা মোড়ে।স্থানীয় সূত্রে জানা গেছে আচমকাই একটি বাইকে করে তিনজন দুষ্কৃতি এসে রথতলা মোড়ে দাঁড়িয়ে থাকা এক ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে পরপর ৮ রাউন্ড গুলি চালায়। যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। কিন্তু ভরদুপুরে এই গুলি চলার ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়ে পড়ে বেলঘড়িয়া রথতলা মোড় এলাকায়। এদিক ওদিক প্রাণ নিয়ে ছুটতে থাকেন পথ চলতি মানুষ। এরপরই স্থানীয়রা বেলঘড়িয়া থানায় খবর দেয়। খবর পেয়ে বেলঘড়িয়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে এবং ওই গাড়িটিকে থানায় নিয়ে যায়। আক্রান্ত ব্যবসায়ীর নাম অজয় মন্ডল বলে জানা গেছে। তার একটি গাড়ির শোরুম রয়েছে।তাকে জিজ্ঞাসাবাদ করছে বেলঘড়িয়া থানার পুলিশ। পাশাপাশি দুষ্কৃতীদের খোঁজে এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে এবং চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ ।