
সন্তোষ কুমার মণ্ডল, দুর্গাপুরঃ দুর্গাপুরে দেওরের হাতে খুন হলো বৌদি। চাঞ্চল্য এলাকাজুড়ে । মৃতার নাম বিন্দু রাইদাস , স্বামীর নাম বাম রুইদাস তিনি দুর্গাপুর নগর নিগমে কার্যরত কর্মী। পুলিশ সূত্রে জানা গেছে সকাল ৬ -টার সময় বিন্দু রুইদাস নিজের বাড়িতে কাজ করছিলেন,সেই সময় বাড়িতে আর কেউ ছিল না ,তখনই মৃতার দেওর এসে ধারালো বটি দিয়ে তাকে আঘাত করতে থাকে। বাড়ির সদস্যরা বাঁচাতে গেলে তাদের উপরও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী। গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে,তাকে মৃত বলে ঘোষণা করা হয়। আহত ও হয়েছেন বেশ কয়েকজন।ইতিমধ্যেই দেওর বিষ্ণু রুইদাস-কে পুলিশ আটক করেছে। মৃতা অন্ডালের দক্ষিণ খন্ডের বাসিন্দা। মৃতার বাপের বাড়ির লোক কালীগঞ্জে এসে ভাঙচুর চালায়। পুলিশ বাধা দিতে গেলে শুরু হয় বচসা।বেশ কয়েকঘণ্টা পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পারিবারিক বাকবিতণ্ডার জেরেই হত্যা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।সম্পূর্ন ঘটনার তদন্ত শুরু হয়েছে।