
সুকান্ত চট্টোপাধ্যায়,উত্তর ২৪ পরগণাঃ ভাটপাড়া পুরসভার টেন্ডার দুর্নীতি মামলায় রাজ্যের গোয়েন্দা বিভাগ সিআইডির তরফ থেকে একাধিকবার নোটিশ পাঠানো হয়েছে ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক অর্জুন সিং ও তার পুত্র পবন সিংকে। গত ৮ই জানুয়ারি সিআইডির তরফ থেকে ভবানীভবনে ডেকে পাঠানো হয় ভাটপাড়ার বিধায়ক পবনকে। নোটিসে সময় বিভ্রাটের জেরে সাময়িক অস্বস্তি তৈরি হলেও হাজিরা দেননি পবন। সিআইডির তরফ থেকে পরে সংশোধিত নোটিশ পাঠানো হয় তাঁকে। যেখানে উল্লেখ করা হয় ১০ই জানুয়ারি অর্থাৎ শুক্রবার বেলা বারোটায় তাকে ভবানী ভবনে হাজিরা দিতে হবে। হাজিরার দিন ধার্য করা থাকলেও ৮ই জানুয়ারি গরহাজির থাকার পর ১০ই জানুয়ারিও ভবানী ভবন যাচ্ছেন না ভাটপাড়ার বিধায়ক। তিনি পরিষ্কার জানান, বিধানসভায় স্ট্যান্ডিং কমিটির একটি মিটিং রয়েছে এর আগেও আমি একাধিকবার তাদের জানিয়েছি ১০ তারিখের পরে আমার জন্য সময় ধার্য করুন, কিন্তু তারা ইচ্ছাকৃতভাবেই আমাকে ১০ তারিখ ডেকেছে। তিনি আরও জানান, “কোন সঠিক কারণ ছাড়াই আমাদের ডাকা হচ্ছে, বাবা(অর্জুন সিং) হাজিরা দিলেও তাঁকে অনেক ফালতু প্রশ্ন করা হয়েছে। শুধু তাদের সময় নষ্ট করছে।” রাজ্যের শাসক দলকে কটাক্ষ করে তিনি বলেন, ‘ভোট যত এগিয়ে আসে তত বিজেপি নেতাদের হেনস্তা করা হয়’।