
উজ্জ্বল হোড়,জলপাইগুড়ি:
আবহাওয়ায় দফতর পূর্বাভাস দিয়েছিল আগেই, সেই মোতাবেক মঙ্গলবার রাত থেকেই জলপাইগুড়ি সহ উত্তরের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয়েছিল বৃষ্টি।আর সেই কারণে চৈত্রের শুষ্ক ভাব কাটিয়ে সতেজ হয়েছে রাজপথ থেকে চাষের জমি।বুধবার সকালেও জলপাইগুড়ি শহর থেকে ডুয়ার্স সাক্ষী থেকেছে হিমেল হাওয়ার গুড়ি গুড়ি বৃষ্টিপাতের।
চৈত্রের বর্ষণে অনেকটাই নেমেছে তাপমাত্রার পারদ।
দেরিতে হলেও বৃস্টির জল পেয়ে উত্তরের অন্যতম আর্থিক মেরুদন্ড দুটি পাতা একটি কুড়ির দেশে ফিরেছে কাজের ব্যস্ততা, জঙ্গল ছেড়ে শহর মুখী বন্য প্রাণীদের মধ্যেও দেখা গেছে চাঞ্চল্য, , এর পাসাপাসি হাসি ফুটেছে তিস্তা পাড়ের বাদাম চাষী আরতি দাসের মুখেও , আবহাওয়ায় প্রসঙ্গে তিস্তা পাড়ের সুকান্ত পল্লীর আরতি দাস বলেন, খুবই ভালো হলো, জমি শুকিয়ে যাচ্ছিল,। আমরা বাদাম, ঢেঁড়স চাষ করি এই বৃষ্টিতে অনেক উপকার হলো।সবমিলিয়ে বছরের প্রথম বর্ষণে খুশির আমেজ জলপাইগুড়ি সহ উত্তরের সমতলে ।