
বিশেষ প্রতিনিধি , ১৩ সেপ্টেম্বর, ২০২৩ কলকাতা : বিশ্ববিদ্যালয়ের জাতীয় সংহতি সংসদে সর্বভারতীয় বাংলাভাষা মঞ্চের ডাকে এক প্রেস কনফারেন্সের মাধ্যমে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক ভাষা-শিক্ষাসংক্রান্ত সিদ্ধান্তের নানা দিক নিয়ে আলোচনা ও সংঘের নিজস্ব বিশ্লেষণ উপস্থিত করেন সংগঠনের সম্পাদক নীতীশ বিশ্বাস। পরে মাতৃভাষার অধিকার রক্ষার নানা দাবিতে কলেজ স্ট্রিট পরিক্রমা করে বিশ্ববিদ্যালয়ের সামনে এসে দীর্ঘ পথসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন মানভূম আন্দোলনের প্রবীণ ভাষা সৈনিক কাজল সেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিশির কুমার সিংহ। শিক্ষাবিদ সূর্যাংশু ভট্টাচার্য ও নীতীশ বিশ্বাস প্রধান বক্তা হিসেবে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন। এছাড়া বক্তব্য রাখেন অঞ্জন ঘোষ, ,প্রেমাংশু দাশগুপ্ত, রাজুদাস, রবীন সেন ,অধ্যাপক উত্তম বিশ্বাস, অমিতাভ চক্রবর্তী, সুকোমল দেব, বিনোদ সরদার , চন্দ্রশেখর সরকার, তপনদাস, সঞ্চালক দিলীপ পাল, গৌতম মন্ডল, আর সভাপতি মন্ডলীর সদস্য হিসেবে পথসভায় বক্তব্য রাখেন সমীরবরণ দাস, লালকৃষ্ণ দাস, গৌরী হালদার, নবকুমার কর্মকার, সত্যেন বিশ্বাস ও সুবোধ বিশ্বাস।
কেন্দ্রীয়সরকার ২২ টি ভাষা মাধ্যমে যে ১ ম থেকে ১২ শ্রেণি পর্যন্ত শিক্ষাদান ও সব্ধরনের পাঠ্যবই প্রদানের কথা বলেছে তা তাদের নয়া শিক্ষানীতির বিরোধমূলক, আর রাজ্যসরকার তাদের শিক্ষানীতিতে ১ম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত সববোর্ডের ও সব মাধ্যমের বিদ্যালয়ে ত্রিভাষা সূত্রানুসারে যে রাজ্যের মুখ্য ভাষা বাংলা আবশ্যিক করার কথা বলেছে তাও বাস্তবায়িত হবেনা যদি প্রবলভাবে মাতৃভাষা প্রেমীরা এ রাজ্যে সংগঠিত আন্দোলন গড়ে তুলতে পারেন। তাই সভাসর্বসম্মত ভাবে সিদ্ধান্ত করেন যে
১) বইমেলার পরের দিন ১লা ফেব্রুয়ারি ২০২৪ কলকাতায় সারাদিন ব্যাপী ভাষা গণতন্ত্রের দাবিতে একটি জাতীয় সম্মেলন করা হবে।
২) রাজ্যের বাংলা ভাষা সহ মাতৃবভাষার অধিকার রক্ষার্থে একটি সর্বদলীয় কনভেনশন করা হবে, যেখানে শিক্ষা ও ভাষার সঙ্গে যুক্তনাবনামতেরশিক্ষাবিদ, ছাত্রযুব নেতৃত্ব ও দার্শনিকদের ডাকা হবে। থাকবেন মাতৃভাষা সংগঠনের বন্ধুরা ও।