
নিজস্ব প্রতিনিধি, ডায়মন্ড হারবার: নতুন বছরে বড় চমক অভিষেক বন্দোপাধ্যায়ের। বছরের শুরুতেই ডায়মন্ড হারবারে অভিষেক বন্দোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’শিবির। সূত্রের খবর, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত এই স্বাস্থ্য শিবির। ২ জানুয়ারি থেকে শুরু হবে সেবাশ্রম স্বাস্থ্য শিবির। তৃণমূল সূত্রে খবর,ডায়মন্ড হারবারের এসডিও মাঠে উদ্বোধনী অনুষ্ঠান। কর্মসূচির সূচনা করবেন সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়। ২ জানুয়ারি থেকে শুরু হবে কর্মসূচি। চলবে ১১ জানুয়ারি পর্যন্ত। কি ধরনের পরিষেবা পাবেন সাধারণ মানুষ?জানা গেছে,ডায়মন্ড হারবারের সাত বিধানসভা কেন্দ্রে হবে ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবির।প্রত্যেকটি বিধানসভা এলাকায় ১০ দিন করে চলবে এই স্বাস্থ্য শিবির। আর এক দিনে একটি বিধানসভায় ৪০ টি করে শিবির করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। দুয়ারে ডাক্তার নিয়ে গিয়ে সাধারণ মানুষের চিকিৎসক দিতে চাইছেন সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়। কি পরিষেবা পাবেন সাধারণ মানুষ ? জানা গেছে, সেবাশ্রয় শিবিরে সাধারণ মানুষ রক্ত পরীক্ষা করাতে পারবেন। রক্তের হিমোগ্লোবিন পরীক্ষা,ডেঙ্গি পরীক্ষা করা যাবে। ইসিজিও করা যাবে বলে খবর। উল্লেখ্য, করোনার সময় ডায়মন্ড হারবার মডেল নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল রাজ্য রাজনীতিতে। অভিষেক বন্দোপাধ্যায়ের সেবাশ্রয় শিবিরে সাধারণ মানুষ চিকিৎসা পাবে বলে আশাবাদি সাধারণ মানুষ। তবে সেবাশ্রয় শিবির নিয়ে রাজনৈতিক বিতর্ক এড়াতে চাইছেন চিকিৎসক মহল।