
ওঙ্কার ডেস্ক: ভারত-বাংলাদেশ উত্তপ্ত পরিস্থিতিকে কাজে লাগিয়ে বর্ডার পেরিয়ে বাংলায় ঢুকে পড়ছে বাংলাদেশি অনুপ্রবেশকারী। গত কয়েকদিনে ক্যানিং, মুর্শিদাবাদ, নদিয়া থেকে গ্রেফতার হয়েছে বেশ কয়েকজন জঙ্গি। যার জেরে বারবার প্রশ্নের মুখে পড়েছে রাজ্যের পুলিশ। এনিয়ে রবিবার সাংবাদিক বৈঠক করেন রাজ্য পুলিশের ডিজি। তিনি বলেন, জঙ্গিদমনে পশ্চিমবঙ্গ এবং কলকাতা পুলিশ যথেষ্ট সক্রিয়। নিঃশব্দে কাজ করে তারা। যে কারণে রাজ্যের মানুষ নিরাপদে রয়েছেন।
কিছুদিন আগেই পশ্চিমবঙ্গ এবং জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে ক্যানিং থেকে এক পাকিস্তানি জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাশ্মীরের নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-উল-মুজাহিদিনের সদস্য তিনি। এদিনের বৈঠকে রাজীব কুমার বলেন, ‘পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফের দেওয়া তথ্য থেকেই কাশ্মীরের বাসিন্দার খোঁজ মিলেছিল। তাঁকে গ্রেফতার করা হয়েছে সম্প্রতি। জঙ্গিদমনের বিষয়ে আমাদের রেকর্ড অতীতেও ভাল ছিল, এখনও ভাল। আগামীদিনেও আমরা সেই রেকর্ড ধরে রাখার চেষ্টা করব।’
তিনি আরও দাবি করেন, ‘কাশ্মীরের জঙ্গিকে দুদিন ধরে ট্র্যাক করেছি আমরা। ওর গতিবিধি নজরে রেখেছি। তার পর কাশ্মীরের পুলিশকে ডেকেছি। আমরা নিঃশব্দে আমাদের কাজ করছি। জঙ্গিদের বিষয়ে তদন্ত সম্পর্কে বাইরে বেশি কথা বলা যাবে না। কিন্তু তার মানে এই নয় যে, আমরা হাত গুটিয়ে বসে আছি।’
বেশ কিছুদিন ধরে বর্ডার পেরিয়ে যেভাবে অনুপ্রবেশকারী বাংলায় ঢুকছে, সেই বিষয়ে বিএসএফকে দোষ দিয়েছেন রাজীব। তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যার সঙ্গে তিন দেশের সীমান্ত জুড়ে রয়েছে। সীমান্তরক্ষার দায়িত্ব বিএসএফের। সেখানে অনেক খামতি রয়েছে। গত কয়েকদিনে অনেকেই সীমান্ত পেরিয়ে এপার বাংলায় ঢুকেছে, ঢুকছেও। আমরা তৎপর আছি। অনুপ্রবেশকারীদের আমরা গ্রেফতার করছি এবং সঠিক জায়গায় পাঠাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘জঙ্গিদমনে আমরা সফল, মানুষের সহযোগিতাও আমরা পাচ্ছি। রাজ্যের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।’