
সুরজিৎ দাশ, ওঙ্কার বাংলা: একের পর এক প্রাকৃতিক দুর্যোগে কোমর ভেঙে গেলেও এবার ঘুরে দাঁড়াচ্ছে নদীয়ার একাধিক চাষী। ভারত সুন্দরী কুল চাষ করে আশার আলো দেখছেন ক্ষতিগ্রস্ত চাষিরা। জানা গেছে, শুধু ভারত সুন্দরী কুল নয়, আপেল কুলসহ বিভিন্ন প্রজাতির কুল চাষ করছেন নদীয়ার চাষীদের একাংশ। আর যার ফলনে লাভের মুখ দেখছেন তাঁরা।
শীতের মরশুমে আপেল, কমলালেবু-সহ বিভিন্ন ফলের সঙ্গে টক্কর দিচ্ছে ভারত সুন্দরী কুল। চাষীরা জানান, মাত্র ১০ থেকে ১৫ কাঠা জমির উপরেই শতাধিকের বেশি কুলের চারা লাগানো যায়। চাষের পর এক বছরের মধ্যে ফলন ধরে। কোনওরকম কীটনাশক ছাড়া কেবল জৈব সার দিয়ে এই ফল চাষ করা যায়। কুলের দাম মধ্যবিত্তের হাতের নাগালের মধ্যে থাকায় চাহিদাও রয়েছে প্রচুর। নদীয়ার কৃষ্ণগঞ্জ, হাসখালি, করিমপুর, চাপড়া, তেহট্ট-সহ একাধিক জায়গায় চাষীদের মধ্যে এই কুল চাষ জনপ্রিয়তা অর্জন করেছে।
ভিডিও দেখুন-