
ওয়েব ডেস্ক: বিশ্বে একাধিক যুদ্ধ চলছে। যেমন, ইউক্রেন বনাম রাশিয়ার যুদ্ধ চলছে। অন্যদিকে, ইজরায়েল গাজা আক্রমণ করার পরে যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। শত শত সাধারণ নারী-পুরুষ এবং শিশুরা যুদ্ধের বলি। দ্বিতীয় মহাযু্দ্ধের পরে বিশ্বে নানা দেশে যে অশান্তি এবং রক্তপাত চলছে তা পৃথিবীর ভবিষ্যতকে বিপন্ন করে তুলছে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইউক্রেন আক্রমণ করেছেন বিনা বলা-কওয়ায়। ইজরায়েলও গাজায় সন্ত্রাসী খতমের নামে অতর্কিতে আক্রমণ চালিয়েছে। রাষ্ট্রসঙ্ঘের আপত্তি সত্ত্বেও রাশিয়া কিংবা ইজরায়েল কোনও তরফই যুদ্ধ থামাচ্ছে না।
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গত বৃহস্পতিবার গাজায় সংঘর্ষ বিরতির আশ্বাস দিলেও কথা দিয়ে কথা রাখেননি তিনি। ফের প্যালেস্তাইনে বিমানহানা চালাচ্ছে তেল আভিভ। ফলে পুতিনের মতো কথা দিয়ে কথা না রাখার দায়ে অভিযুক্ত বেঞ্জামিন নেতানিয়াহুও।
সূত্রের খবর, নতুন করে হামলায় গাজার বাসিন্দা ৭১ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন গাজার পুলিশ প্রধান মাহমুদ সালাহ এবং সহকারী প্রধান হুসসাম শাহওয়ান। প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলের ভূখণ্ডে হামাস হামলা চালানোর পরে মোট ১৪০০ জনের মৃত্যু হয়। আর পণবন্দি করা হয় ৩০০জন ইজরায়েলি নাগরিককে। এরপর থেকে ইজরায়েল গাজায় লাগাতার হামলা চালাচ্ছে।
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কাতারে আয়োজিত বৈঠকে সংঘর্ষ বিরতির আশ্বাস দিলেও কার্যত ঘটেছে উল্টোটা। এই পরিস্থিতিতে শান্তি ফিরবে কবে তা বলা যাচ্ছে না। বরং নতুন বছরে বিশ্বের নানা দেশে যে যুদ্ধ চলছে তাতে ২০২৫ সালে অশান্তি এবং রক্তপাত আরও বাড়বে।