
ওঙ্কার ডেস্কঃ ২০২৪-এর মার্চ পর্যন্ত এবছর প্রায় দুহাজারের বেশি বিদেশিকে বিতাড়িত করেছে ভারত। পরিসংখ্যান বলছে, বেআইনিভাবে বসবাসকারী বিদেশি বিতারন তালিকায় বাংলাদেশ রয়েছে দ্বিতীয় স্থানে। তারপরই রয়েছে আমেরিকা ও ব্রিটেন। তাহলে প্রথম স্থান কার দখলে? প্রথম স্থানে রয়েছে প্রায় কয়েকশো কিলোমিটার দূরের দেশ নাইজেরিয়া।
দৈনন্দিন বাংলাদেশ ভারত দ্বন্দ্বের পরিস্থিতিতে কাঁটাতার টপকে ভুয়ো নথি দেখিয়ে এদেশে প্রবেশের প্রবণতা ক্রমশ বেড়েই চলেছে। জঙ্গি আক্রমণ এবং চোরাপথে লোকচক্ষুর আড়ালে প্রবেশের পরিমাণ বর্তমান পরিস্থিতিতে বেড়েই চলেছে। তাছাড়াও কর্মসূত্রে বা পড়াশোনার কারণে বহু মানুষ ভারতে এসে বসবাস করে। ভিসার মেয়াদ অতিক্রম হওয়ার পরও বেশিরভাগ মানুষই থেকে যান ভারতে। শেষ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বেআইনি ভাবে প্রবেশকারীদের বিতাড়িত করা হয়েছিল ২০২৩-এর এপ্রিল থেকে ২০২৪-এর মার্চ পর্যন্ত।
ভারতে আসা,থাকা,ভিসার মেয়াদ সমস্ত বিষয় নিয়ন্ত্রিত হয় ‘ব্যুরো অফ ইমিগ্রেশন (বিওআই)’ মাধ্যমে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, ২০২৩ থেকে ২০২৪-এর মধ্যে প্রায় ৯৮ লক্ষ ৪০ হাজার ৩২১ জন বিদেশি ভারতে এসেছে। এই পরিসংখ্যানের বিচারেই মূলত বাংলাদেশ রয়েছে দ্বিতীয় স্থানে, উগান্ডা তৃতীয় এবং নাইজেরিয়া শীর্ষে।