
নিজস্ব প্রতিনিধি: জাল পাসপোর্ট চক্রে এবার পুলিশের জালে কলকাতা পুলিশের প্রাক্তন সাব-ইন্সপেক্টর! নিয়ম না মেনে একাধিক পাসপোর্ট করে দেওয়ার অভিযোগে ওই প্রাক্তন পুলিশ আধিকারিককে গ্রেফতার করেছেন তদন্তকারীরা। উত্তর ২৪ পরগনার অশোকনগর কামারপুর থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, ধৃত প্রাক্তন পুলিশের নাম আব্দুল হাই। তিনি অশোকনগরের কামারপুর এলাকার বাসিন্দা। লালবাজারের পাসপোর্ট বিভাগে কর্তব্যরত ছিলেন আব্দুল হাই। এক বছর আগে অবসর নিয়েছেন চাকরি থেকে। শুক্রবার রাতে লালবাজারের গোয়েন্দা বিভাগ এবং অশোকনগর থানার পুলিশ এসে তাঁকে গ্রেফতার করে নিয়ে যায়। এর আগে লালবাজারে তাঁকে ডেকে পাঠানো হয়েছিল। সেই ডাকে সাড়া দিয়ে গোয়েন্দা দফতরে হাজিরা দেন তিনি। জাল পাসপোর্ট চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এবার তাঁকে গ্রেফতার করলেন তদন্তকারীরা। অন্যদিকে বিষয়টি নিয়ে তাঁর পরিবার দাবি করেন তিনি সৎ ভাবে চাকরি করেছেন। তাকে ফাঁসানো হচ্ছে বলে অভিযুক্তের স্ত্রীর।