
বাবলু প্রামানিক, দক্ষিণ চব্বিশ পরগনাঃ গঙ্গাসাগরে যাওয়ার পথে সুন্দরবনের কচুবেড়িয়া এলাকার অস্থায়ী পুলিশ ক্যাম্পে ভয়াবহ অগ্নিকান্ড। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়। তবে হতাহতের কোন খবর নেই। স্থানীয় সূত্রে জানা গেছে রবিবার রাতে কচুবেড়িয়া আশ্রম মোড়ের কাছে , সুন্দরবন পুলিশ জেলার অস্থায়ী পুলিশ ক্যাম্পে আগুন লেগে যায়। কর্তব্যরত পুলিশকর্মীরা ডিউটিতে থাকার সুবাদে কেউ আহত হননি। কিন্তু এই অগ্নিকাণ্ডের জেরে বেশ কিছু অস্থায়ী ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। খবর পাওয়া মাত্র যথা শীঘ্র সম্ভব পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় ,সঙ্গে সঙ্গে দমকল বাহিনীও এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলের প্রাথমিক অনুমান পুলিশ ক্যাম্পে থাকা গ্যাস সিলিন্ডার থেকেই আগুন লেগেছে। স্থানীয়রা জানিয়েছেন আগুন লাগার পর পরিস্থিতি দ্রুত সামাল দেওয়ায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পাওয়া গিয়েছে।