
সুকান্ত চট্টোপাধ্যায়, উত্তর ২৪ পরগণাঃ অশোকনগর উৎসবের মঞ্চে তৃণমূলের বিধায়ক নারায়ণ গোস্বামীর অশ্লীল আচরণকে ঘিরে শুরু হয়েছে শোরগোল।জানা গিয়েছে, অশোকনগর উৎসবের শেষ দিনে বিখ্যাত সঙ্গীত শিল্পী মোনালি ঠাকুরের অনুষ্ঠান ছিল।সংগীত শিল্পী মঞ্চে ওঠার আগে বেশ কিছু সময়ের জন্য নিজের গান পরিবেশনের জন্য মঞ্চে ওঠেন অশোকনগরের বিধায়ক উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী।দর্শক আসনে তখন বসে কয়েক হাজার মানুষ।একাধিক গান পরিবেশনের মাঝেই তিনি অসংলগ্ন ভাবে বেশ কিছু বক্তব্য রাখেন এবং মহিলাদের উদ্দেশ্য করে নানা কটুক্তি ও অশোভন অঙ্গভঙ্গি করেন । এছাড়াও নিজের দলের কাউন্সিলরের তোলাবাজির বিষয় নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানের ভিডিও ভাইরাল হওয়ার পর সেই ভিডিও নিয়ে কটাক্ষ করেছেন বিরোধীরা। অনুষ্ঠানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ঘটনার তীব্র নিন্দা করেছেন বিজেপি নেতা কৌস্তভ বাগচি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
ভিডিও দেখুন-