
প্রশান্ত দাস, মালদাঃ মালদার ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে ফোনে হুমকির ঘটনায় এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ইংরেজবাজারের নিউ যদুপুরের কমলাবাড়ির থেকে সাহাদাত শেখকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, ডি কোম্পানির ভুয়ো পরিচয় ব্যবহার করে কৃষ্ণেন্দুকে ফোনে হুমকি দেয় সাহাদাত। ঘটনায় আরও চার জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে কৃষ্ণেন্দু কে ফোন করার জন্য কলকাতায় গিয়েছিল এই ধৃত যুবক। মোবাইলের সিম কার্ড ক্লোন করে সেখান থেকে ফোন করে আবার মালদায় ফিরে আসে সে। কয়েকদিন আগেই জমির ব্যবসায়ে বড়সড় লোকসানের সম্মুখীন হয় সাহাদাত । সেই টাকা মেটানোর জন্য দ্রুত উপার্জনের লক্ষ্যে এই কাজ করেন শাহাদাত বলে স্বীকার করেছে ওই যুবক এমনটাই জানিয়েছেন মালদার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। তবে এর পেছনে আরও কারোর হাত আছে নাকি সে বিষয়ে খতিয়ে দেখার জন্য তদন্ত করছে মালদা জেলা পুলিশ।