
ওঙ্কার ডেস্কঃ জয়নগরে নাবালিকাকে ধর্ষণ-খুনের মামলায় নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্টে। নিম্ন আদালতে অভিযুক্ত মুস্তাকিনকে সর্দারকে মৃত্যুদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশেই স্থগিতাদেশ দিল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ।
আরজি কর কাণ্ড নিয়ে প্রতিবাদের আগুন যখন মধ্যগগনে, উৎসব বয়কটের ডাক দিয়ে রাস্তায় নেমেছে সাধারণ মানুষ, তখনই ক্ষোভের বারুদে অগ্নিস্ফূলিঙ্গ স্পর্শ করিয়েছিল জয়নগরের ঘটনা।
জয়নগরে নাবালিকাকে ধর্ষণ-খুনের ঘটনায় দোষী মুস্তাকিন সর্দারকে ফাঁসির সাজা শুনিয়েছিল বারুইপুর পকসো আদালত। ঘটনার ৬১ দিনের মাথায় সাজা ঘোষণা করেছিল আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় অভিযুক্ত মুস্তাকিন। তার দাবি, তাড়াহুড়ো করে বিচারপ্রক্রিয়া সম্পন্ন করা হয়েছিল। গুরুত্ব দিয়ে শোনা হয়নি তার বক্তব্য ।
এদিন মুস্তাকিনের আইনজীবী জানান, “সমস্ত কাগজপত্র দেখে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ মামলা গ্রহণ করেছে। নিম্ন আদালত যে সাজা শুনিয়েছিল তা পুনর্বিবেচনা করবে কোর্ট। তাই আপাতত সেই রায়ে স্থগিতাদেশ দিল হাইকোর্ট। পাশাপাশি ৫০ হাজার টাকার যে জরিমানা করা হয়েছিল সেই নির্দেশেও স্থগিতাদেশ দেওয়া হয়েছে।”