
ওঙ্কার ডেস্ক: প্রতিবারের মতোই বছরের প্রথম দিনে পালিত হচ্ছে কল্পতরু উৎসব। সকাল থেকেই কাশীপুর উদ্যানবাটি-দক্ষিণেশ্বর থেকে বেলুড়ে নেমেছে ভক্তদের ঢল। এদিন বিশেষ মঙ্গলারতি হবে কাশীপুর উদ্যানবাটিতে তাছাড়াও দিনভর চলবে পুজোপাঠ, রামকৃষ্ণের জীবন ও দর্শন নিয়ে আলোচনা। অন্যদিকে, বছরের প্রথম দিনেই সকাল থেকেই ঢল নেমেছে কলকাতা ও জেলার বিভিন্ন মন্দিরে মন্দিরে। প্রথমদিনে মায়ের দর্শন পেতে সাতসকাল থেকে কালীঘাট-তারাপীঠে লম্বা লাইনে দাঁড়িয়ে বহু মানুষ।
বছরের প্রথমদিন প্রচুর ভক্ত সমাগম হয় কাশীপুর উদ্যানবাটি ও দক্ষিণেশ্বরে। কল্পতরু উৎসবে যোগ দেন বহু ভক্ত। দিনভর চলে হোম-যজ্ঞ ও পুজোপাঠ। মঙ্গলবার রাত থেকেই কাশীপুর উদ্যানবাটি থেকে দক্ষিণেশ্বরে মন্দিরের বাইরে ভক্তদের লম্বা লাইন পড়েছে। কল্পতরু উৎসবের দিন পরমহংসদেবের কাছে মন থেকে চাইলে সে ইচ্ছাপূরণ হয়, সেই বিশ্বাস থেকেই মন্দিরের বাইরে ভক্তের ঢল।
১৮৮৬ সালের ১লা জানুয়ারি ক্যান্সারে আক্রান্ত রামকৃষ্ণ পরমহংসদেব, কাশীপুর উদ্যানবাটিতে ভক্তদের নিজের স্বরূপে দর্শন দেন। আর্শীবাদ করেন, ‘তোদের চৈতন্য হোক।’ভক্তরা বলেন, সেদিন হিন্দু পুরাণে বর্ণিত কল্পতরু হয়েছিলেন ঠাকুর। সেই থেকে প্রতিবছর ১লা জানুয়ারিতে কাশীপুরে ভিড় নামে ভক্তদের।