
ওঙ্কার ডেস্কঃ দর্শক ছাড়াই বছরের প্রথম ডার্বি ক্লোজ-ডোরে নাকি অন্য কোনও রাজ্যে নাকি অন্য কোন জায়গায় অনুষ্ঠিত হবে বছরের প্রথম ডার্বি। আগামী ১১ জানুয়ারী আইএসএল সূচি অনুযায়ী যুবভারতীতে হাই ভোল্টেজ ডার্বির দিন নির্ধারিত ছিল।গঙ্গাসাগর মেলা নিরাপত্তার জন্য ডার্বি ম্যাচে পুলিশ দেওয়া অসম্ভব বলে জানিয়েছে রাজ্য প্রশাসন।রাজ্য সরকারের তরফ থেকে অনুরোধ করা হয়েছে ম্যাচের দিন পেছানোর। আন্তর্জাতিক সূচি ও টেলিভিশন সত্তাধিকারীদের আপত্তিতে ম্যাচ পেছানো অসম্ভব বলে জানিয়েছে আইএসএল কমিটি।বিধাননগর কমিশনারেটের তরফে আরও জানানো হয়েছে, দুই দল সহ আইএসএল কমিটিকে এবং তারা কয়েকটি বিকল্প পথ ও দিয়েছে তাঁদের। এক, ম্যাচের দিন পরিবর্তন করা, দুই, ম্যাচের ভেন্যু পরিবর্তন এবং তিন, কোনও দর্শক ছাড়াই হবে খেলা। আইএসএলের টাইট সুচি অনুযায়ী এই মুহূর্তে ম্যাচের দিন পরিবর্তন করা অসম্ভব। শেষ মুহূর্তে ম্যাচের জায়গা পরিবর্তন হলে তা দুই দলের পক্ষেই অসুবিধাজনক। শুক্রবার বিকেলে এই নিয়ে বৈঠকে বসবেন ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট কমিটি ও আইএসএল কমিটি । তারপরেই জানা যাবে যে বছরের প্রথম ডার্বি কি এবার থাকবে সমর্থকদের চোখের আড়ালেই।