
ওঙ্কার বাংলা ডেস্ক: চীনের কাছ থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান কেনার পথে প্রতিবেশী দেশ পাকিস্তান। ইতিমধ্যে সেই প্রক্রিয়া শুরু করে দিয়েছে পাক প্রশাসন। এই বিষয়ে বেইজিং এর সঙ্গে আলোচনাও এগিয়ে নিয়ে যাচ্ছে ইসলামাবাদ।
খবর অনুযায়ী, ৪০টি উন্নত স্টিলথ যুদ্ধবিমান কেনার পথে হাঁটছে শাহবাজ শরিফের দেশ। এর ফলে সামরিক শক্তিতে ভারতকেও ছাড়িয়ে যেতে পারে পাকিস্তান, এমন আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাই তড়িঘড়ি ভারতও নতুন যুদ্ধবিমান কেনার পথে হাঁটছে। নয়াদিল্লির তালিকায় রয়েছে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান। সূত্রের খবর, ভারতের প্রতিরক্ষামন্ত্রকের পছন্দের তালিকায় রয়েছে আমেরিকার তৈরী করা ‘এফ-৩৫ লাইটনিং টু’ এবং রাশিয়ার তৈরী করা ‘এসইউ-৫৭ ফেনল’। তবে আমেরিকা না রাশিয়া কাদের কাছ থেকে যুদ্ধবিমান কিনবে মোদী সরকার সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
পাকিস্তান যদি চীনের তৈরি জে-৩৫এ যুদ্ধবিমান কেনে তবে দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্য পালটে যাবে। বেইজিং এর সঙ্গে যদি ইসলামাবাদ চুক্তি সম্পন্ন করে তবে চীনের বাইরে পাকিস্তানই প্রথম ও একমাত্র দেশ হবে যাদের কাছে যুদ্ধবিমান জে-৩৫এ থাকবে।