
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নবান্নের সঙ্গে আলোচনা অমিত শাহের স্বরাষ্ট্র দফতরের। ঢেলে সাজানো হচ্ছে শুভেন্দু অধিকারীর নিরাপত্তা বলয়।
এখনও উত্তপ্ত বাংলাদেশ। পদ্মা পারে সংখ্যালঘু নিপীড়ন অব্যাহত। হিন্দু নিপীড়ন নিয়ে লাগাতার সোচ্চার হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধীকারি। ইউনুস প্রশাসনকে নিশানা করে নাগাড়ে তোপ দাগছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। এই জন্য বাংলাদেশের জঙ্গিদের টার্গেট তিনি। তাঁর প্রাণ সংসয় রয়েছে বলে রাজ্যকে আগেই সতর্ক করেছিল অমিত শাহের দফতর। এবার শুভেন্দু অধীকারির নিরাপত্তা সুনিশ্চিত করতে নবান্নের সঙ্গে এক প্রস্তর আলোচনা সারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর। নবান্ন সূত্রে খবর, শুভেন্দুর নিরাপত্তার বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীর হাতেই রয়েছে রাজ্যের পুলিশ দফতর। এমনিতেই জেড প্লাস নিরাপত্তা পান শুভেন্দু।তাহলে তাঁর নিরাপত্তায় বাড়তি কি চাইছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর। এই বিষয়ে রাজ্যের স্বরাষ্ট্র দফতরের সঙ্গে আলোচনা করছে অমিত শাহের দফতর। সূত্রের খবর, বিরোধী দলনেতার নতুন নিরাপত্তা বলয়ে থাকছেন ২২ জন সশস্ত্র জওয়ান। একই সঙ্গে মহিলা নিরাপত্তারক্ষী মোতায়েনের বিষয়টি ভাবনা চিন্তা করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর। এছাড়াও সীমান্তবর্তী এলাকায় গেলে শুভেন্দু অধীকারিকে বুলেট প্রুফ গাড়ি দেওয়ার চিন্তা ভাবনা করা হচ্ছে। জানা গেছে, রাজ্য স্বরাষ্ট্র দফতরের সঙ্গে আলোচনা করেই রাজ্যের বিরোধী দলনেতার নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে চাইছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সূত্রের খবর,বিরোধী দলনেতার নিরাপত্তা নিয়ে কেন্দ্র যে ধরনের সহযোগীতা চাইতে রাজ্য দিতে প্রস্তুত। নবান্নের পক্ষ থেকে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরকে জানানো হয়েছে।