
অবশেষে কলকাতায় জমিয়ে পড়েছে শীত। শুক্রবার সকালে কলকাতার তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। শনিবার পর্যন্ত তাপমাত্রার তেমন কোন হেরফের হচ্ছে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে রবিবার থেকে ফের বাড়বে কলকাতার তাপমাত্রা বলে জানিয়েছে হাওয়া অফিস।