
প্রশান্ত কুমার দাস, ওঙ্কার বাংলা: পুলিশের প্রশিক্ষণ বা কোনও গান স্যালুটে নয়। গুলি চলল মালদার মানিকচকে ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে। ইতিমধ্যে সেই মুহূর্তের ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে তিন জন বন্দুকধারী শূন্যে গুলি চালাচ্ছে।
জানা গিয়েছে, মালদার মানিকচকের নুরপুর এলাকায় এই ভলিবল টুর্নামেন্টের আয়োজন করেছিল নুরপুর টিপটপ ক্লাব এন্ড লাইব্রেরী কর্তৃপক্ষ। সেই অনুষ্ঠানে আচমকাই যথেচ্ছ গুলি চলতে থাকে। প্রকাশ্যে এই গুলি চালানোর ঘটনা নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। স্থানীয় বিজেপি নেতৃত্ব বিষয়টি নিয়ে সরাসরি তৃণমূলকে নিশানা করেছেন। তাদের সাফ কথা, গুলি চলেছে তৃণমূল কংগ্রেসের মদতেই। অন্যদিকে এই অনুষ্ঠানের সঙ্গে তাঁর দলের কোনো যোগাযোগ নেই বলে জানিয়েছেন মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র।
ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে কয়েকটি বন্দুক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এফআইআর-ও দায়ের করেছে পুলিশ। এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। প্রসঙ্গত সম্প্রতি মালদায় তৃণমূল নেতা দুলাল সরকার গুলিবিদ্ধ হয়ে খুন হয়েছেন। যা নিয়ে এখনও চলছে রাজনৈতিক তরজা। সেই আবহে ফের প্রকাশ্যে গুলি চলায় শুরু হয়েছে নতুন করে বিতর্ক।
ভিডিও দেখুন-