
বাবলু প্রমানিক, ভাঙড়ঃ ফের অশান্তি ভাঙড়ে। পঞ্চায়েত সমিতির স্থায়ী কমিটির বৈঠককে কেন্দ্র করে শাসক তৃণমূল কংগ্রেস এবং জমি রক্ষা কমিটির মধ্যে বচশা। বিডিও অফিস ঘেরাও করে রাস্তার উপর আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায় জমি রক্ষা কমিটির কর্মী সমর্থকরা। ঘটনারস্থলে কাশিপুর থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অশান্তির শুরু বৃহস্পতিবার দুপুর থেকে, পঞ্চায়েত সমিতির স্থায়ী কমিটির বৈঠক হাজির ছিলেন, পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম ও স্থানীয় আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি। বৈঠক চলাকালীন ২ পক্ষ বচসায় জড়িয়ে পড়ে। অভিযোগ বিরোধী দলের প্রতিনিধিদের বলতে দেওয়া হয়নি। এই অভিযোগে দিনভর বিক্ষোভ দেখালেন আইএসএফ’র প্রতিনিধিরা। দিনান্তে কাশীপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
একই অভিযোগে পোলেরহাট গ্রাম পঞ্চায়েতর সামনে জমি রক্ষা কমিটির সদস্যরা টায়ার জ্বালিয়ে শুরু শুরু করে অবরোধ। তৃণমূলের বিরুদ্ধে কণ্ঠরোধ করার অভিযোগ তুলে বিক্ষোভ দেখান জমি রক্ষা কমিটির সদস্যরা। বেশ কিছুক্ষণের চেষ্টায় অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।