
গোপাল শীল, ভাঙ্গড়:সোমবার সম্প্রীতি যাত্রা থেকে আই এস এফ কে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন তৃনমূল নেতা আরাবুল ইসলাম ।মঙ্গলবার তার পাল্টা হিসাবে তৃনমূলের অস্তিত্ব মুছে দেওয়ার হুমকি দিলেন আই এস এফ নেতা মইদুল ইসলাম।সব মিলিয়ে লোকসভা নির্বাচনের আগে ফের উত্তপ্ত ভাঙ্গড়।
হয় বাইশে জানুয়ারি ভাঙ্গড়ে একটি সম্প্রীতি মিছিল করে শাসকদল। সেই সভা থেকে আইএসএফ কে কড়া হুঁশিয়ারীদের দেন আরাবুল ইসলাম।এবং তৃনমূল কে উৎখাত করার ডাক দেন।
অপরদিকে মঙ্গলবার ভাঙ্গড় মেলা মাঠে তার পাল্টা সভা করে আইএসএফ।সেই সভা থেকে আই এস এফ সাংগঠনিক জেলা সভাপতি মইদুল ইসলাম তৃণমূল নেতা ও কর্মীদের প্রাণে মারার হুমকি দেন।উল্লেখ্য আই এস এফ এবং তৃনমূলের ওই দুটি সভায় সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।আর তাই লোকসভা নির্বাচনের আগে ভাঙ্গরে ফের অশান্তির আশঙ্কা করছেন এলাকাবাসীরা।