
গোপাল শীল, ভাঙ্গড়:
ISF এর খাস তালুক হিসেবে পরিচিত ভাঙ্গরের মাঝেরহাট এলাকা, আর সেই এলাকায় মঙ্গলবার রাতে একটি সভা করেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। এরপরই বুধবার সকালে ওই এলাকায় আসেন আই এস এফ এর কর্মী ও সমর্থকেরা । এবং ওই এলাকায় শুদ্ধ করতে গোলাপ জল ছড়াতে দেখা যায় আইএসএফ কর্মীদের।
এই বিষয়ে বিধায়ক শওকত মোল্লা বলেন , আই এস এফ নেতা নওশাদ সিদ্দিকী নিজেই একটি ক্রিমিনাল,তার বাড়ী গোলাপ জল দিয়ে শুদ্ধ করা উচিত।অপরদিকে কোন পারমিশন না নিয়ে আই এস এফ এর তরফ থেকে এই মিছিল করা হচ্ছিল বলে পুলিশ এসে প্রথমে তাদের বাধা দেয় ।এবং লাঠি উঁচিয়ে তাড়া করে বলে অভিযোগ।এই ঘটনায় সাময়িক উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়।