
গোপাল শীল,ভাঙ্গড়: লোকসভা ভোটের আগে আবারও ভাঙ্গড়ে ISF ও তৃণমূলের সংঘর্ষ। তদন্তে কাশিপুর থানার পুলিশ। শুক্রবার রাত্রে ঘটনা টি ঘটেছে ভাঙ্গড় ২ নম্বর ব্লকের চালতাবেড়িয়া অঞ্চলে। এদিন রাতে ISF ও তৃণমূলের মধ্যে ব্যাপক বোমাবাজি হয়। বোমাবাজির ফলে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে আশে কাশিপুর থানার পুলিশ। । ওই এলাকার তৃণমূলের পঞ্চায়েত মেম্বার সাদিকুল মোল্লা বলেন ওই এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি পাড়া বৈঠক মিটিং ছিল কিন্তু সেই মিটিং করতে বাধা দেয় আইএসএফ।এবং তৃনমূল কর্মীদের মারধর করার পাশাপাশি এলাকায় বোমাবাজি করার অভিযোগ করেন তিনি।অন্যদিকে ওই এলাকার ISF এর পঞ্চায়েত সদস্য জিয়ারুল সরদার এর দাবি আচমকাই তৃণমূলের লোকজন এসে ISF কর্মীদের টিপ সই নিয়ে যাচ্ছিল । তারা প্রতিবাদ করলে তাদের মারধর করা হয় ।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুরো বিষয়টি নিয়ে তদন্ত করছে কাশিপুর থানার পুলিশ।