
ওঙ্কার ডেস্ক : ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে শান্তিপূর্ন ভোট মিটলেও নির্বাচনের ফল বেরোনোর আগে শুরু হলো অসন্তোষ।। শনিবার রাতে বোমাজির ঘটনায় চাঞ্চল্য ছড়াল ভাটপাড়া পৌর এলাকায়। ভাটপাড়া 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ব্যারাকপুর বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের ইলেকশন এজেন্ট প্রিয়াংকু পান্ডের বাড়ির পাশে মাঠের মধ্যে রাতের অন্ধকারে পরল বোমা।বিজেপি কর্মী প্রিয়াঙকু পান্ডের অভিযোগ, ভোট গণনা যত এগিয়ে আসছে ভাটপাড়া অঞ্চলে সন্ত্রাস করার চেষ্টা করা হচ্ছে।
যদিও বাড়ির সামনে সিসি ক্যামেরা ফুটেজ ভাটপাড়া থানা পুলিশ সংগ্রহ করে নিয়ে গেছে কিন্তু এই ঘটনায়, ভাটপাড়া থানার পুলিশ কাউকে গ্রেফতার বা আটক করতে পারেনি।