
ওঙ্কার ডেস্ক:দু বছর পর জেল থেকে ফিরে আসার পরই বীরভূমের রাজনীতিতে ফের অনুব্রত মণ্ডলের দাপট।দলীয় কার্যালয় ও কর্মী সমর্থকদের মধ্যে তার প্রভাব ফের দেখা যাচ্ছে।এই আবহে এবার বিস্ফোরক মন্তব্য করলেন তৃনমূল কোর কমিটির অন্যতম সদস্য কাজল শেখ।এখনো রাস্তায় না নামলেও দলীয় অফিস নিজের ঘর থেকেই সর্বত্র উপস্থিতি জানান দিয়েছেন বীরভূমের বাঘ । তিহাড় জেল থেকে জেলায় ফেরার ৪৮ ঘণ্টার মধ্যে ঘনিষ্ঠদের নিয়ে বৈঠকও সেরে ফেলেছেন তিনি। ইতিমধ্যেই দলীয় কার্যালয়ে কোর কমিটির পাঁচ সদস্যের ছবি সরিয়ে তার জায়গায় বসানো হয়েছে মমতা ও অনুব্রত মন্ডলের বড় বড় ছবি।সেই আবহেই জেলার আর এক তৃণমূল নেতা এবং কোর কমিটির অন্যতম সদস্য কাজল শেখকে শোনা গেলো হুঁশিয়ারি দিতে । কর্মিসভায় তিনি সতর্ক করলেন ‘গ্রুপবাজি’ নিয়ে ।বুধবার নানুরে এক কর্মিসভায় যোগ দেন কাজল শেখ। তিনি বলেন , “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বীরভূম জেলার অভিভাবক অনুব্রত মণ্ডল যে দিশা দেখাবেন, সেই পথেই চলব। দয়া করে কেউ গ্রুপবাজি করবেন না। ফল ভাল হবে না।” একই সঙ্গে কাজল শেখ অনুব্রত মণ্ডলকে কটাক্ষ করে বলেন,
, “আমি পঞ্চায়েত থেকে পার্সেন্টেজ খেতে আসিনি। নদীর বালি থেকে পয়সা নিতে আসিনি। যদি বাঁকা পথে চল, সোজা পথে আনার রাস্তা আমাদের জানা আছে। চুড়ি পরে বসে নেই। যে দিন গোটাব, সে দিন গুটিয়ে দেব।”