
শঙ্কর সেনগুপ্ত,আলিপুরদুয়ার:
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গ ও সন্নিহিত এলাকা জুড়ে শুরু হয়েছে লাগাতার বৃষ্টিপাত।ভারী বৃষ্টিপাত শুরু হয়েছেভুটান পাহাড়ে। এর প্রভাব সরাসরি পড়েছে উত্তরবাংলার বিভিন্ন জেলায়।ভুটান পাহাড় বেয়ে নেমে আসা বিপুল জলস্রোতে বিপর্যস্ত ভুটান পাহাড় লাগোয়া আলিপুরদুয়ারের জেলার জয়গাঁ শহর। জয়গাঁর খোকলা বস্তিতে ভুটান পাহাড় থেকে ধেয়ে আসা ‘খার খোলা’ নদীর জল ঢুকে পড়েছে। এর জেরে সমস্যায় পড়েছেন এলাকার বাসিন্দারা।জলের সঙ্গে পাহাড় থেকে মিশে আসা বালি পাথর কাঁদা জল এলাকার বাড়িগুলোতে ঢুকে গেছে । সোমবার সকালে জল নামার পরে ঘরের ভেতর থেকে কাঁদা বালি সরাতে ব্যস্ত মানুষেরা।