
মানস চৌধুরী, নিউটাউন:
কামদুনি কান্ডের প্রতিবাদী মুখ টুম্পা কয়েলের স্বামীকে মারধরের ঘটনায় টেকনো সিটি থানায় এফআইআর করা হলেও এখনো দুষ্কৃতীরা অধরা। তাই মঙ্গলবার বিধান নগর কমিশনারেটের পুলিশ কমিশনারের কাছে দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে অভিযোগ পত্র জমা দেন টুম্পা কয়াল। উল্লেখ্য ২৩ শে জুন রাত আটটার সময় বেশ কিছু দুষ্কৃতী টুম্পা কয়লের স্বামীকে মারধর করে ,ঐদিনই রাত দুটোর সময় তাদের পরিবারের পক্ষ থেকে টেকনো সিটি থানায় ওই দুষ্কৃতীদের নামে এফআইআর করা হয় ।দুষ্কৃতীদের কিছু ছবি সমেত টেকনোসিটির থানায় জমা দিলেও দুষ্কৃতীরা এখনো অধরা ।সেই দুষ্কৃতীদের ছবি মঙ্গলবার বিধান নগর কমিশনারের কাছে জমা দিলেন টুম্পা কয়াল। তিনি দাবি করেন ২০১৩ সালে কামদানি নারী নির্যাতনের যে ঘটনা ঘটেছিল তার অন্যতম মুখ ছিলেন তিনি ।এর পরবর্তীকালে ওই দুষ্কৃতীরা নানাভাবে তাদেরকে হুমকি দিত বিভিন্ন মামলায় তাদের ফাঁসানোর ভয় দেখাতো। এবং বলা হতো প্রতিবাদী মঞ্চ থেকে সরে আসতে। কিন্তু সেই মতো কাজ না করায় তার স্বামীকে আক্রমণ করা হয়েছে।