
নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: পহেলগাঁওয়ে জঙ্গিদের হামলায় নিহত বিতান অধিকারীর স্ত্রী সোহিনী রায়কে ভারতের নাগরিকত্ব দিল কেন্দ্রীয় সরকার। শনিবার সাংবাদিক বৈঠক করে এ কথা জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। প্রসঙ্গত, সোহিনী রায় বাংলাদেশি নাগরিক বলে অভিযোগ করেছিলেন নিহত বিতান অধিকারীর দাদা।
শনিবার সুকান্ত মজুমদার জানান, যেহেতু সোহিনী রায় নিহত বিতান অধিকারীর স্ত্রী, তাই বৈবাহিক সম্পর্ক সূত্রে আগেই তিনি ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন। কেন্দ্রীয় সরকার সেই আর্জি মেনে নিয়েছে বলে জানান বিজেপি নেতা। বিতান অধিকারী ভারতীয় হলেও কাজের সূত্রে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকতেন। সেখানেই তাঁর স্ত্রী সোহিনী ও তাঁদের সন্তান থাকতেন। সম্প্রতি সপরিবারে কলকাতায় ফেরেন বিতান। দেশে ফিরে স্ত্রী সন্তানকে নিয়ে কাশ্মীরের পহেলগাঁওয়ে ঘুরতে যান। কিন্তু গত ২২ এপ্রিল জঙ্গিরা নারকীয় ভাবে বিতানকে গুলি করে খুন করে। এর পর সন্তানকে নিয়ে কলকাতায় ফিরে আসেন সোহিনী। সোহিনীর সঙ্গে বিতানের বাবা মায়ের সম্পর্ক নিয়ে শুরু হয় নানারকম জলঘোলা। বিতানের দাদা দাবি করেন, সোহিনী রায় আদতে বাংলাদেশি নাগরিক এবং পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও তিনি ভারতে রয়েছেন। যদিও সেই অভিযোগ অস্বীকার করেন সোহিনী রায়।
উল্লেখ্য, বিতান অধিকারী নিহত হওয়ার পর তাঁর পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। সেই টাকা বিতানের স্ত্রী এবং বাবা মায়ের মধ্যে অর্ধেক করে ভাগ করে দেওয়া হয়। পাশাপাশি প্রশাসনের তরফে বিতানের বাবার নামে মাসিক পেনশন ও মায়ের জন্য স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা সংক্রান্ত সুবিধা দেওয়ার কথা বলা হয়।