
গোপাল শীল,নামখানা : গত একুশে জুলাইয়ের মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী ৫ ই আগস্ট সারা রাজ্যের ছোট বড় মাঝারি বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন। বিজেপির দাবি, এই মন্তব্য অসংবিধানিক। বিজেপিকে দমিয়ে রাখার জন্য এই মন্তব্য করা হয়েছে। গন্ডগোলের পরিকল্পনা করতে চাইছে তৃণমূল বল বলে দাবি বিজেপি নেতৃত্বের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের বিরুদ্ধে দক্ষিণ 24 পরগণার নামখানা বিজেপি চার নম্বর মণ্ডলের পক্ষ থেকে রবিবার নামখানা থানাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। থানায় বিজেপি নেতৃত্ব এফআইআর কপি জমা দিলেও এখনও পর্যন্ত থানা কর্তৃপক্ষ তা গ্রহণ করেনি বলে জানান বিজেপি নেতা।
প্রসঙ্গত,২১ শে জুলাই এর মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা এই মন্তব্য উস্কানিমূলক বলে অভিযোগ বিজেপি নেতৃত্বের। এই মন্তব্যের প্রেক্ষিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। বিজেপি নেতৃত্বের দাবি, এই উস্কানিমূলক মন্তব্যের কারণে বিজেপি নেতাদের নিরাপত্তা প্রশ্নের সম্মুখীন হয়ে পড়েছে। তাই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে তারা এফআইআর দায়ের করেন।