
ওঙ্কার ডেস্ক: আসন্ন বাগদা উপনির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে সত্যজিৎ মজুমদারের নাম ঘোষণা করল বিক্ষুব্ধ বিজেপি । উল্লেখ্য বাগদা উপনির্বাচনে বিজেপির প্রার্থী হিসাবে সোমবার বিনয় বিশ্বাসের নাম ঘোষণা করা হয় । বিনয় বিশ্বাস এর নাম ঘোষণা করতেই বাগদার বিজেপির একাংশের নেতা ও কর্মী সমর্থকরা ক্ষিপ্ত হয়ে ওঠে । তারা মঙ্গলবার হেলেঞ্চা বাজারে বহিরাগত প্রার্থী চাইনা বলে বিক্ষোভ দেখায় । প্রার্থী পরিবর্তন করবার জন্য ২৪ ঘন্টা সময় দিয়েছিল তারা । সেই মতোই ২৪ ঘণ্টা পেরোনোর পর বুধবার হেলেঞ্চার একটি লজে বিজেপির বিক্ষুব্ধরা বৈঠক করে । সেই বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হয় পেশায় শিক্ষক সত্যজিৎ মজুমদার বিজেপির বিক্ষুব্ধদের হয়ে নির্দল প্রার্থী হিসাবে বাগদাতে লড়াই করবেন।