
প্রতীতি ঘোষ,ব্যারাকপুর:
বুধবার সকালে নাট্যকার চন্দন সেনের সাথে দেখা করতে এলেন বিজেপি নেতা সজল ঘোষ ও কৌস্তুভ বাগচী।প্রবীণ এই নাট্যকার নাট্য জগতে সর্বোচ্চ সম্মাননা ‘দীনবন্ধু মিত্র’ পুরস্কার ফিরিয়ে দিতে চান বলে জানিয়েছেন রাজ্য সরকারকে। যেভাবে তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক আরজি কর কাণ্ডের প্রতিবাদীরা পুরস্কার ফিরিয়ে দেবেন কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন,আর তাতেই আঘাত পেয়ে পুরস্কার ফিরিয়ে দিতে মনস্থ করেছেন এই নাট্যকার বলে জানা গেছে। কাঞ্চন মল্লিক পরে ক্ষমা চাইলেও তিনি সিদ্ধান্ত বদলাননি। নিজের ইচ্ছের কথা জানিয়ে তিনি রাজ্যে তথ্য ও সংস্কৃতি বিভাগের সচিবের কাছে ইমেল পাঠিয়েছেন বলে খবর। ।তার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছিলেন নাট্য ব্যক্তিত্বের পাশাপাশি সমাজের সর্বস্তরের প্রতিষ্ঠিত ব্যক্তিরা বুধবার অরাজনৈতিক ভাবেই চন্দন সেনের ব্যারাকপুর এর বাড়িতে আসেন কলকাতা কর্পোরেশনের পৌর পিতা সজল ঘোষ ও বিজেপি নেতা কৌস্তুভ বাগচী। প্রসঙ্গত কৌস্তব বাগচীর ফোন থেকেই নাট্যকার চন্দন সেন এর সাথে কথা বলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।