
ওঙ্কার ডেস্ক : দলবিরোধী কাজের অভিযোগে পঞ্চায়েত সদস্য এবং বুথ সভাপতিকে বহিষ্কার করল বিজেপি। পূর্ব মেদিনীপুরের এগরা ব্লকে এই ঘটনা ঘটেছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খাসতালুকে এমন ঘটনায় কটাক্ষ করতে ছাড়ছে না জোড়াফুল শিবির।
পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নম্বর ব্লকের অধীনে পাঁচরোল গ্রাম পঞ্চায়েত। এই পঞ্চায়েতের ধুশুরদা গ্রামের বিজেপির পঞ্চায়েত সদস্য তথা পঞ্চায়েতের বিরোধী দলনেতা রাজারাম মন্ডল। তাঁর বিরুদ্ধেই দলবিরোধী কাজের অভিযোগ রয়েছে। শুধু রাজারাম নন, দলবিরোধী কাজের অভিযোগ রয়েছে বিজেপির বুথ সভাপতি পঞ্চানন বেরার বিরুদ্ধেও। যার ফলে দুজনকেই বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবির। পাঁচরোল অঞ্চল বিজেপির প্রমুখ রুপক মিশ্র বলেন, শৃঙ্খলা ভঙ্গ ও দলবিরোধী কাজের অভিযোগে দু’জনকে বহিষ্কার করা হয়েছে।
অন্যদিকে বিষয়টা নিয়ে কটাক্ষ করেছেন স্থানীয় জোড়াফুল শিবির নেতৃত্ব। বিজেপির সংগঠনের মধ্যে কাজের পরিবেশ নেই বলে কটাক্ষ করেন স্থানীয় তৃণমূল নেতা রবীন্দ্রনাথ দাস।বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য করতে চাননি বহিষ্কৃত নেতা রাজারাম মন্ডল ও পঞ্চানন বেরা।