
সুমন গঙ্গোপাধ্যায়: লোকসভা নির্বাচনের আগে ফের বড় চমক কি অপেক্ষা করছে? আমি রাজনীতির কথা ই বলছি। ময়দানের মতো এখনও রাজনীতির ময়দানে এখন দল বদল কার্যত জল ভাত। ২০১১ সালে ক্ষমতায় আসার পর তা আরও স্পষ্ট হয়। আর ২১ এ? জোড়া ফুল থেকে পদ্ম শিবিরে যোগ প্রায় রোজকার বিষয় ছিল। সম্প্রতি ভোটের আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়া কালিয়াগঞ্জ এর বিধায়ক সম্প্রতি ফের তার পুরোনো দলে ফিরেছেন। আর এবার? খুব খুব বড় চমক অপেক্ষা করছে বঙ্গ রাজনীতিতে। সূত্রের খবর, উত্তর কলকাতা থেকে বর্তমান শাসক দলের এক ‘হেভিওয়েট’ যোগ দিতে চলছে পদ্ম শিবিরে। ইতিমধ্যেই উত্তর কলকাতায়
শাসক দলের মধ্যে তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে। পরিস্থিতি এমন শুক্রবার রীতিমত সাংবাদিক সম্মেলন ডেকে দলের সাধারন সম্পাদক, মুখপাত্র’র পদ থেকে পদত্যাগ করেন কুনাল ঘোষ।
সরাসরি অভিযোগ তোলেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এমনকী বহুদিনের এই সাংসদ কে উত্তর কলকাতার ‘শাহজাহান’ বা সরাসরি প্রধানমন্ত্রীর সুদীপ বন্দ্যোপাধ্যায় নামে কটাক্ষ করেন।
:আর সেই উত্তর কলকাতাতেই পাশা বদল হচ্ছে। সূত্রের আরও খবর, কলকাতার এক সাংসদ, তার বিধায়ক
স্ত্রীকে নিয়ে ‘ঝাঁপ ‘ দিচ্ছেন পদ্ম পুকুরে। সূত্রের খবর, আগামী ৭ তারিখ যোগ দিচ্ছেন এই হেভিওয়েট দম্পতি। যদিও রাজ্য বিজেপির একটা বড় অংশ চাইছে বারাসতে মোদীর সভা থেকে প্রধানমন্ত্রীর হাত থেকেই পতাকা তুলে নিক এই দুই জন প্রতিনিধি দম্পতি। এমনকী উত্তর কলকাতার এই জন প্রতিনিধিকে এবার সম্ভবত উত্তর কলকাতা থেকে পদ্ম প্রার্থী হচ্ছেন উত্তর কলকাতার এই জন প্রতিনিধি।