
ওঙ্কার ডেস্ক:নির্বাচনের ফলাফল সামনে আসতেই ,রাজ্যের বিভিন্ন এলাকা রাজনৈতিক সংঘর্ষের ছবি সামনে আসছে। কোথাও আক্রান্ত হচ্ছে বিজেপি কোথাও বা সিপিএম।কোন কোন এলাকাতে আবার শাসকদলের উপর আক্রমণের খবর ও সামনে আসছে।তবে বেশিরভাগ ক্ষেত্রেই বিজেপি কর্মী ও সমর্থকদের আক্রমণের খবর সামনে আসছে। ।এমনই একটি ঘটনা ঘটেছে রাজপুর সোনারপুর পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের জগদ্দলে। এখানকার বিজেপি পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠলো তৃনমূলের বিরুদ্ধে।উল্লেখ্য এই ওয়ার্ডের মোট ১২ টি বুথের নয়টি বুথেই জয়লাভ করেছে বিজেপি। ওয়ার্ডের সব কটি বুথ মিলিয়ে একশোরও বেশি ভোটে এই ওয়ার্ড থেকে জয়লাভ করেছে বিজেপি। তার জেরেই এই হামলা বলে অভিযোগ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। ইতিমধ্যেই এই বিষয়ে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে সোনারপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। তবে তৃণমূলের শীর্ষস্থানীয় নেতারা এই অভিযোগ অস্বীকার করেছেন