
প্রতীতি ঘোষ,উত্তর ২৪ পরগণা:
এবারে পুলিশের জালে বিজেপির দুই নেতা। সূত্রের খবর,প্রায় ৪০ রাউন্ড কার্তুজ বিক্রি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে বিজেপির এই দুই নেতা। তাদের নাম বাসুদেব চক্রবর্তী ও বিক্রম ঠাকুর। ঘটনাচক্রে এই দুই বিজেপি নেতা পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিল।
ধৃত দুই বিজেপি নেতা অশোকনগরের ভুরকুন্ডা পঞ্চায়েত এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। শনিবার রাতে গোবরডাঙা থানার মছলন্দপুর ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে দুজনকে গ্রেফতার করে।ধৃতদের রবিবার আদালতে পেশ করা হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।