
ওঙ্কার ডেস্ক:ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস কে দল থেকে সাসপেন্ড করল বিজেপির রাজ্য শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্যরা। উল্লেখ্য মঙ্গলবার ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে এসেছিলো বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। সেখানে উপস্থিত ছিলেন না ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস। পাশাপাশি বিজেপির কেন্দ্রীয় টিম এবং বিপ্লব দেবের গাড়ী আটকে বিক্ষোভ দেখিয়েছিল বেশ কিছু বিজেপি কর্মী। পাশাপাশি অনেক বিজেপি কর্মী কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করতে পারেনি । আর এই ঘটনার পিছনে অভিজিতের মদত ছিল বলে অভিযোগ।আর তা নিয়েই এবারে রাজ্য বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটির পক্ষ থেকে সাত দিনের মধ্যে রিপোর্ট চেয়ে চিঠি পাঠানো হলো ডায়মন্ডহারবার লোকসভার পরাজিত বিজেপি প্রার্থী অভিজিৎ দাসের কাছে। এবং যতদিন না পর্যন্ত তিনি রিপোর্ট দিচ্ছেন ততদিন দলের যাবতীয় কার্যকলাপ থেকে তাকে সাসপেন্ড করা হয়েছে।আর যা নিয়ে ইতিমধ্যেই সরগরম রাজ্য রাজনীতি।