
নিজস্ব প্রতিনিধিঃ ২০২০ সালের আমফান ঘূর্ণিঝড়ের ত্রাণ সামগ্রী লুঠ নিয়ে নিজস্ব এক্স হ্যান্ডেলে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একটি ভিডিও প্রকাশ করে তিনি অভিযোগ করেন আমফান ঘূর্ণিঝড়ের ত্রাণ সামগ্রী তৃনমূল নেতা শাহজাহান শেখ ও সওকত মোল্লাদের মতো ডনদের দখলে। উত্তর ও দক্ষিণ 24 পরগণার সন্দেশখালি, ক্যানিং এবং অন্যান্য ব্লকে বসবাসকারী দরিদ্র মানুষদের জন্য ত্রাণ সামগ্রী তৃনমূলের সন্ত্রাসীরা লুট করছে বলেও অভিযোগ নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর। রাজ্যের বিরোধী দলনেতার প্রকাশ করা ভিডিও দেখা যাচ্ছে পশিমবঙ্গ সরকার অধীনস্থ জীবনতলা রোকেয়া মহাবিদ্যালয়ের গোডাউনে ত্রাণসামগ্রী ভর্তি। এই কলেজের গভর্নিং বডির সভাপতি বিধায়ক সওকত মোল্লা। শুভেন্দু অধিকারী পোস্টে লিখেছেন জীবনতলার এই কলেজকে নিজস্ব ব্যক্তিগত সম্পত্তি বলে বিশ্বাস করেন এবং এর অবকাঠামোকে তার ব্যক্তিগত সম্পত্তি হিসাবে ব্যবহার করেন ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা। এই ত্রাণ সামগ্রী বিতরণ না করে সওকত মোল্লার মতো ঠগীদের স্বাধীন ইচ্ছা অনুযায়ী খোলা বাজারে বিক্রি করার জন্য সংরক্ষণ হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
Look where Cyclone Amphan relief materials have ended up. In the possession of TMC Mafia Dons like Shahjahan Sheikh and Saokat Molla.
Not just the absconding criminal Shahjahan Sheikh, the Cyclone Amphan relief materials meant for the poor people living in Sandeshkhali, Canning… pic.twitter.com/Dx7t7SETew
— Suvendu Adhikari (@SuvenduWB) January 7, 2024