
শঙ্কু কর্মকার, দক্ষিণ দিনাজপুর:শুক্রবার সকাল থেকেই বুনিয়াদপুর কোর্টমোড় এলাকায় মহকুমা পুলিশ আধিকারিক এর দপ্তরের সামনে কোন রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল। কারন বিজেপি কার্যকর্তাদের অন্যায় ভাবে মিথ্যা মামলায় ফাঁসানো এবং পুলিশ প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে মহকুমা পুলিশ আধিকারিক অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালৈন বিজেপি নেতৃত্ব। এদিন দুপুর দুটো থেকে মঞ্চে উঠে বিজেপি নেতৃত্বরা ক্ষোভ উগড়ে দেন পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে।
পরবর্তীতে জেলা বিজেপি নেতৃত্বের উপস্থিতিতে ডেপুটেশন প্রদান করা হয়। বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ ড: সুকান্ত মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী, বিজেপি জেলা সম্পাদক দেবব্রত মজুমদার সহ অন্যান্য দলীয় নেতৃত্ব কর্মী সমর্থকরা। প্রায় কয়েক হাজার কর্মী সমর্থকদের উপস্থিতিতে বুনিয়াদপুর থেকে রায়গঞ্জ গামী রাজ্য সড়ক প্রায় অবরুদ্ধ হয়ে পড়ে। সকাল থেকে উপস্থিত কর্মী সমর্থকদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভার সাংসদ সুকান্ত মজুমদারের প্রচেষ্টায় দুবাই থেকে বাড়ি ফিরলেন 14 জন পরিযায়ী শ্রমিক।শুক্রবার তাদের সাথে দেখাও করে তাদের আশ্বস্ত করেন সাংসদ সুকান্ত মজুমদার। এদিকে সাংসদের প্রচেষ্টায় দুবাই থেকে বাড়ি ফিরতে পেয়ে স্বস্তির হাফ ছেড়েছেন পরিযায়ী শ্রমিকরা। পাশাপাশি এদিন দলীয় কর্মীদের সাথে নিজের জন্মদিন পালন করেন সাংসদ সুকান্ত মজুমদার।প্রসঙ্গত গত ১লা ডিসেম্বরে মালদা জেলার দুই দালালের খপ্পরে পড়ে গঙ্গারামপুর সহ রাজ্যের ১৪ জন শ্রমিক দুবাইয়ে কাজ করতে গিয়ে আটকে পড়েন। অবশেষে বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের শরণাপন্ন হন গঙ্গারামপুরের দুই শ্রমিকের পরিবার। এরপরেই সাংসদের প্রচেষ্টায় দুবাইয়ে আটকে পড়া পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফেরেন। শুক্রবার তাদের সাথে সাক্ষাৎ করেন সাংসদ সুকান্ত মজুমদার।