
অপরূপা কাঞ্জিলাল: সোনাক্ষীর বিয়েতে তারকাদের তরফে এসেছে একাধিক দামী উপহার। তবে বি টাউনের খবর সবচেয়ে দামি উপহারটি দিয়েছেন সলমন খান। চুলবুল পান্ডে কী স্পেশাল গিফট দিলেন তাঁর অনস্ক্রিন স্ত্রীকে? কী উপহারই বা দিলেন শত্রুঘ্ন সিনহা? সোনাক্ষী-ইকবালের বিয়েতে বাকি তারকারা কে কী উপহার দিল? জানুন
পাটনার সুন্দরী সোনাক্ষীর বিয়ের উপহারের তালিকা দেখলে চোখ ধাঁধিয়ে যাবে।ইতিমধ্যেই জাহির-সোনাক্ষীর বিয়ের অনুষ্ঠানের নানান ভিডিয়ো নেটপাড়ায় ঘুরে বেড়াচ্ছে। এদিকে বিয়ের পরপরই স্বামী জাহিরের সঙ্গে ব্যাটারি চালিত বিলাসবহুল সেডান i7 মডেলের BMW গাড়ি চড়তে দেখা গেল সোনাক্ষীকে। জানা যাচ্ছে, স্বামী ইকবালই নাকি নতুন বউকে আড়াই কোটি দামের এই গাড়ি উপহার দিয়েছেন। আর সোনাক্ষী ইকবালকে দিয়েছেন সাড়ে নয় কোটির রোলস রয়েস গাড়ি। সালমান খান দিয়েছেন মালদ্বীপে একটি ভিলা। যার দাম দেড়শো কোটি টাকা।হানি সিং দিয়েছেন ৪ কোটি টাকার ডায়মন্ডের নেকলেস।অক্ষয় কুমার দিলেন ২৫ লাখ টাকার ব্র্যান্ডেড হাত ঘড়ি।হুমা কুরেসি সোনাক্সিকে বিয়েতে দিলেন গুচি ব্রান্ডের হ্যান্ডব্যাগ এবং জুতো। যার দাম ৩০ লাখ টাকা।২৫ লাখ টাকার সোনার কানের দুল গিফট করলেন মনীষা কৈরালা।অজয় দেবগান সোনাক্ষীর বিয়েতে উপহার দিলেন ২৫ লাখ টাকার ক্লিভ খ্রিস্টান পারফিউম।২৫ লাখ টাকার Rolex ব্রান্ডের হাত ঘড়ি উপহার দিলেন শাহিদ কাপুর। কিন্তু সবাই জানতে চাইছেন মেয়ের বিয়েতে তার বাবা কি উপহার দিলেন মেয়েকে? শোনা যাচ্ছে আর সোনাক্ষী সিনহার বাবা শত্রুঘ্ন সিনহা নবদম্পতিকে দিয়েছেন ৮২ লাখ টাকার bmw z4 গাড়ি।