
অপরূপা কাঞ্জিলালঃ বক্স অফিসে ঝোড়ো ইনিংস খেলছে ‘অ্যানিম্যাল’। সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এই ছবি শুধু রণবীর কাপুর নয়, তৃপ্তি দিমরির কেরিয়ারের চাকাকেও গতি দিয়েছে। ‘লায়লা মজনু’, ‘বুলবুল’, ‘কলা’র মতো সিনেমায় দুরন্ত অভিনয় করা সত্ত্বেও বলিউডে সেই খ্যাতি তৃপ্তি পাননি যা ‘অ্যানিম্যাল’ মুক্তির পর পেয়েছেন। রণবীরের সঙ্গে অভিনেত্রীর শয্যাদৃশ্য নিয়ে তুমুল চর্চা নেটদুনিয়ায়। ‘ন্যাশনাল ক্রাশ’-এর পাশাপাশি ‘ভাবি ২’ তকমাও পেয়েছেন তৃপ্তি। তবে ‘অ্যানিম্যাল’ রণবীরের সঙ্গে শয্যাদৃশ্যে ঝড় তোলা তৃপ্তির কার প্রেম করছেন জানেন?যুবক বলিউডের নাকি অন্য কোনো পেশার?কি করেন তিনি? কে সেই যুবক?জানেন?
কিছু দিন আগেই ভিকি কৌশলের সঙ্গে তৃপ্তির রোম্যান্সের ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। তা অবশ্য আনন্দ তিওয়ারি পরিচালিত সিনেমার শুটিংয়ের ছবি ছিল। তবে এর আগে অনুষ্কা শর্মার ভাই কার্নেশের সঙ্গে সম্পর্কে ছিলেন তৃপ্তি। অভিনেত্রীর ‘বুলবুল’ সিনেমার প্রযোজকও ছিলেন কার্নেশ। তবে বর্তমানে সুন্দরী এই নায়িকার প্রেমে হাবুডুবু খাচ্ছে এক ব্যবসায়ী।সম্প্রতি একটি অনুষ্ঠানে গিয়েছিলেন তৃপ্তি। সেখানেই বিয়েবাড়ির একাধিক সেলফি শেয়ার করে নিয়েছেন তৃপ্তি সোশ্যাল মিডিয়াতে। তবে সেগুলিতে এক হ্যান্ডসাম মুন্ডার সঙ্গে পোশাকে টুইনিং করতে দেখা গেল অ্যানিম্যাল অভিনেত্রীকে। দুজনের একটা মিষ্টি সেলফিও ঘুরছে অনলাইনে। তৃপ্তির সঙ্গে ছবিতে থাকা ছেলেটির নাম স্যাম মার্চেন্ট। যিনি পেশায় ব্যবসায়ী। রেস্তোরাঁ আছে স্যামের। গোয়াতে ওয়েটার বিচ লাউঞ্জ ও গ্রিলেরও মালিক তিনি। বলিউড তারকাদের সঙ্গে বেশ ওঠাবসা আছে স্যামের। তাঁকে ইনস্টাগ্রামে ফলো করেন দিশা পাটানি, টাইগার শ্রফরা।
ভাবি ২ এর বয়ফ্রেন্ডও যে সে কেও নয় তা বোঝাই যাচ্ছে।