
শেখ এরশাদ, কলকাতা : বৌবাজারের উদয়ন হোস্টেলে এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে মারার অভিযোগে শোরগোল পড়ে গেছে রাজ্যে. এই ঘটনায় ইতিমধ্যেই মুচিপাড়া থানার পুলিশ ওই আবাসিকের ১৪ জনকে গ্রেফতার করেছে। তাদের আদালত থেকে পুলিশি হেফাজতে নেওয়ার পর তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে মুচিপাড়া থানার পুলিশ। গত শুক্রবারের পরে সোমবার তদন্ত আধিকারিকরা, ফরেন্সিক বিশেষজ্ঞ এবং হোমিসাইড বিভাগের বিশেষজ্ঞদের নিয়ে ওই হোস্টেলে যান। সূত্র মারফত জানা যাচ্ছে, ঘটনাটি কিভাবে ঘটেছিল এবং সেই সময় কী কী হয়েছিল, সমস্ত বিষয়ে খতিয়ে দেখা হবে পুলিশের তরফে. ফরেনসিক আধিকারিকরা ঘটনাস্থলে নমুনা সংগ্রহ এবং তথ্য-প্রমাণ সংগ্রহ করবেন।
প্রসঙ্গত, শুক্রবারের ওই ঘটনার পরেই উদয়ন হোস্টেলের সমস্ত আবাসিকরা উদয়ন হোস্টেল থেকে অন্যত্র চলে গিয়েছেন। হোস্টেলের গেট পুলিশের তরফে বন্ধ করে দেওয়া হয়েছে এবং ২৪ ঘন্টা পাহারা জন্য দুজন পুলিশ আধিকারিককে মোতায়েন করা হয়েছে।