
অরূপ পোদ্দার,দার্জিলিং: বিশ্বকাপে ভারত অস্ট্রেলিয়া ফাইন্যাল ম্যাচের পর থেকেই ভারতীয় সামাজিক মাধ্যমে হ্যাসট্যাগে ট্রেন্ডিয়ে রয়েছে ‘বয়কট বাংলাদেশ’। কোথাও কোথাও প্রতিবাদের ভাষা পাল্টে গিয়েছে অশ্লীলতায়। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমেই বাংলাদেশের বিরুদ্ধে প্রতিবাদে সরব হলেন এক দার্জিলিংয়ের এক হোটেল ব্যাবসায়ী।
রয়োপেরাস তক্তসং নামক তার একটি ফেসবুক পেজে তিনি লিখেছেন , ‘অনির্দিষ্টকালের জন্য আমাদের হোটেলে বাংলাদেশী ট্যুরিস্টদের বুকিং বন্ধ রাখা হল।’ এরপরই শোরগোল পড়ে যায় পাহাড় তথা বাংলা জুড়ে। হোটেল মালিক রাম সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান , ” বিশ্বকাপ ফাইন্যাল এবং তারপর বাংলাদেশের বাসিন্দারা ভারতকে উদ্দেশ্য করে বিভিন্ন কটুক্তি করেছেন।তার জেরেই আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।এর প্রতিবাদ স্বরূপ আমরা দার্জিলিং , সিল্করুট সহ সিকিমে যে সমস্ত হোটেল রয়েছে সেই সব হোটেলে বাংলাদেশের পর্যটকদের প্রবেশ নিষেধ করে দিয়েছি।বাংলাদেশীদের বয়কট করার প্রবনতা একাধিক হোটেল ব্যবসায়ীদের মধ্যে দেখা গেলেও প্রকাশ্যে অনেকেই মুখ খুলতে চাইছেন না। তবে এই ঘটনার জেরে খানিকটা চাপেই পড়েছে পর্যটন সংস্থা গুলি।