
নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির ধাক্কায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ইন্দ্রানুজ রায় জখম হয়েছে বলে অভিযোগ। এবার সেই জখম ছাত্রের বাবাকে ফোন করলেন ব্রাত্য বসু। ফোন করে শিক্ষামন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন বলে জানা গিয়েছে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর পদত্যাগের দাবি তুলেছে বামপন্থী ছাত্র সংগঠনগুলি। তবে একেবারে উল্টো সুর শোনা গেল জখম ছাত্র ইন্দ্রানুজ রায়ের বাবা অমিত রায়ের গলায়। এই ঘটনায় বিক্ষোভকারী ছাত্রদের সঙ্গে তিনি একমত নন বলে জানিয়ে দিয়েছেন। প্রসঙ্গত, মঙ্গলবার সকালে ব্রাত্য বসু অমিত রায়কে ফোন করে ইন্দ্রানুজের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। ইন্দ্রানুজের বাবা সাংবাদিকদের জানান, শিক্ষামন্ত্রী ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন। সেই সঙ্গে তিনি বলেন, যা ঘটেছে তা অনভিপ্রেত তবে এই ঘটনার জন্য তিনি ব্রাত্য বসুর পদত্যাগ চান না।
উল্লেখ্য, শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে ছাত্র বিক্ষোভের মুখে পড়েন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। বাম ছাত্র সংগঠনের পড়ুয়ারা ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ দেখান শিক্ষা মন্ত্রীকে ঘিরে। সেদিনই ব্রাত্য বসুর গাড়ির ধাক্কায় ইন্দ্রানুজ জখম হয়েছে বলে অভিযোগ।