
প্রতীতি ঘোষ, ব্যারাকপুর:
ব্যারাকপুরের নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন অ্যাপ আনলেন সাংসদ পার্থ ভৌমিক।এই অ্যাপে ক্লিক করলেই খবর পৌঁছে যাবে থানায়।সঙ্গে সঙ্গে সক্রিয় হবে পুলিশ। ধরা পড়বে কালপ্রিট।। উল্লেখ্য ব্যারাকপুরে লোকসভা কেন্দ্রের সাধারন মানুষ এবার যাতে সরাসরি সাংসদ পার্থ ভৌমিকের কাছে তাদের অভাব অভিযোগ জানাতে পারেন ,সেই জন্য শনিবার পার্থ ভৌমিক “সরাসরি সাংসদ” নামের নতুন একটি অ্যাপের উদ্বোধন করেছেন। এই অ্যাপসের মাধ্যমে ব্যারাকপুর এলাকায় বসবাসকারী সাধারণ মানুষ সরাসরি তাদের অভাব অভিযোগ সাংসদকে জানাতে পারবেন। পাশাপাশি এদিন মহিলাদের জন্যেও প্যানিক বটন বলে একটি আপদকালীন বটন এই “সরাসরি সাংসদ” অ্যাপের সাথে যুক্ত করা হবে বলেও জানালেন সাংসদ। যার মাধ্যমে যে কোন বিপদে পড়া মহিলারা তাদের অভিযোগ তৎক্ষণাৎ জানাতে সক্ষম হবেন এই অ্যাপের প্যানিক বটন টিপে । রাস্তাঘাটে যেখানেই যেখানেই কোন মহিলা অসুবিধায় পড়বেন তারা ওই অ্যাপের প্যানিক বটন টিপে লোকেশন অনুযায়ী সংশ্লিষ্ট থানায় অভিযোগ জানাতে সক্ষম হবেন। আর সংশ্লিষ্ট থানা থেকে পুলিশ দ্রুত সেই লোকেশনে পৌঁছে যাবেন।মহিলাদের সুরক্ষা দেওয়ার এই নতুন ব্যবস্থায় খুশি এলাকার মানুষ।