
প্রতিতী ঘোষ, উত্তর চব্বিশ পরগণা : বেআইনি ভাবে চোরা পথে ভারতে প্রবেশ করার সময় বিএসএফের হাতে ধরা পড়লেন এক বাংলাদেশী অনুপ্রবেশকারী। সুত্র মারফত জানা গিয়েছে, অনুপ্রবেশকারীর নাম ইমরান হাসান। বয়স ৩০ বছর। ধরা পড়ার সময় তার নাম জিজ্ঞাসা করা হলে সে নিজেকে সুমন সরকার নামে পরিচয় দেয়। বাবার নাম জানায় সঞ্জিত সরকার।নিজেকে হিন্দু বলে পরিচয় দিলেও পরবর্তী সময়ে জিজ্ঞাসাবাদ করে জানা সে মুসলমান। ধৃত ইমরান হাসান বাংলাদেশের যশোর জেলার পুটখালি উত্তরপাড়ার বাসিন্দা। গতকাল ডোবারপাড়া সীমান্তের বেড়া টপকে অবৈধ ভাবে ভারতে প্রবেশ করছিলেন ইমরান ওরফে সুমন। বাংলাদেশ থেকে বনগাঁ যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল সে কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই ভেস্তে যায় তার পরিকল্পনা। ধরা পড়ে যায় বিএসএফ জাওয়ানদের হাতে।
পুলিশ সুত্রের খবর, ইমরান কোনও বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাকে তুলে দেওয়া হয় গাইগাটা থানার পুলিশের হাতে। আজ অর্থাৎ বুধবার তাকে বনগাঁ আদালতে তোলা হয়েছে। বর্তমান সময়ে দাড়িয়ে বাংলাদেশ-ভারতের মাঝের তিক্ততা ও অশান্ত পরিবেশকেই অত্যাধিক অনুপ্রবেশ ও চোরাচালানের মূল কারণ বলে মনে করছেন সাধারণ মানুষ।